Wednesday, February 8, 2012

পানির দরে পাবলিক সাইজ করা হয় (রম্য রচনা)

আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এটি একটি কাল্পনিক রম্য রচনা (হয়তো প্রতিবাদ)


সুখবর ------  সুখবর  --------  সুখবর

পানির দরে পাবলিক সাইজ করা হয়

আপনি যে পেশার লোক হন আশেকে পীর নিজাম হুজুরের সাথে যোগাযোগ না রাখলে সাইজ কইরা দিবো।


  • আপনি কি কারো গুনাবলীতে ঈর্ষান্বিত?
  • আপনি কি ব্যবসায়িক কোন্দলে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে ওয়াকেবহাল?
  • আপনি কি কাউরে প্রতিযোগী মনে করেন?
  • অথবা হুদা কামে কাউরে বাশ দিতে চান? 
  • আপনি কি ক্ষমতার অপব্যবহার কইরা পেরেশান?


বহু জায়গায় যাইয়া হতাশ হইছেন?
বহু কবিরাজ জীবনের শেষ চিকিৎসা কইরা ফেল মারছেন?
জীনের বাদশার আয়ুর্বেদি ঔষধেও কাম হয় নাই।

চোখ বন্ধ কইরা প্রতিদিন আসার দরকার নাই।
হাদিয়া বা অনুরূপ সমমূল্যের কোন তদবীরের বিনিময়ে আমরা এই মহৎ সেবা দেয়ার জন্য কলকবজা নিয়া বসছি।
পাবলিকের দখল করা জমিও এমনভাবে সাইজ করি যে মশা মাছিও টের পায়না। 

একিনে মুক্তি মিলে। নাঙ্গলকোটের গফুর মিয়া এই পত্রিকা এক নিয়তে পানিতে ভিজাইয়া একিনের সাথে খাইছে, সে নির্বাচনে পাশ করেছে। 
দল বড় কথা না। আমরা সব সময় এক নীতির লোক। সর্বদা সরকার দলের লোক।

পীর নিজাম হুজুরের কেরামতী দেখার জন্য একখান কড়া মিথ্যা কথা আনেন সেইটা যদি হুজুর সত্যি বানাইতে না পারে তাইলে গাল আপনের জুতা হুজুরের।

আজই যোগাযোগ করুন।
আসার সময় পত্রিকার পাচখানা সংখ্যা হাতে নিয়া আসবেন। 
বাকী কথা সাক্ষাতে হবে।

নিজস্ব প্রতিবেদক পদে চাকুরী প্রার্থীদের একখানা হলুদ রঙের পাঞ্জাবি পইরা আসতে হবে। 

বেতন না নিয়া ইনকামের সিস্টেম জানা না থাকা অযোগ্যতা বলিয়া গণ্য হইবে।